সাঘাটায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা।

সাঘাটায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা।

 

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলা ব্রাক সামাজিক ক্ষমতায়নে ও আইনী সুরক্ষা কর্মসূচি এর আয়োজনে ৯ জুলাই উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলীর সভাপতিত্বে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা ৫ (সাঘাটা- ফুলছড়ি) সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম সামশীল আরেফিন টিটু। 

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: সাজিয়া আফরিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রোস্তম আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা বেগম, সাঘাটা থানা অফিসার ইনচার্জ মমতাজুল হক। উক্ত অনুষ্ঠানে কর্মসূচির কার্যক্রম তুলে ধরেন ডেপুটি ম্যানেজার মো: এনামুল হক, সার্বিক সহযোগীতায় অফিসার (সেল্ধসঢ়;প) সাঘাটা, গাইবান্ধা দেওয়ান শাহীন সুলতানা প্রমুখ।

নবীনতর পূর্বতন