মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা, ফুলছড়ি): গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া দূর্গাপুর গ্রামে নবপ্রতিষ্ঠিত ওয়াকটা টেকনিক্যাল ইন্সটিটিউটের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-সচিব (রেজিস্ট্রেশন) মোঃ আব্দুল হান্নান।
শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে তিনি সরেজমিনে ইন্সটিটিউটের স্থান পরিদর্শন করেন এবং সম্ভাব্য অবকাঠামোগত পরিকল্পনা ও পরিবেশ সম্পর্কে খোঁজ-খবর নেন।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-সচিব (রেজিস্ট্রেশন) মোঃ আব্দুল হান্নান বলেন বাংলাদেশকে এগিয়ে নিতে কারিগরি শিক্ষার বিকল্প নেই৷ সরকার সারাদেশে কারিগরি শিক্ষা প্রসারে কাজ করছে ৷
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাঘাটা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ তারিকুল হাকিম, সাঘাটা উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারী ও সাঘাটা কলেজের প্রভাষক এনামুল হক সরকার, ওয়াকটা টেকনিক্যাল ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।