সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারাল তিনজন

সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারাল তিনজন


মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা ফুলছড়ি): গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই গ্রামের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১টার দিকে উপজেলার কামালের পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কামালের পাড়া গ্রামের মো. আফজাল হোসেন (৫৫), মো. মিলন মিয়া (২৫) ও মো. মোশারফ হোসেন (২৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিলন মিয়া নিজ বাড়ির টিনের ছাদে উঠে বাঁশঝাড় পরিষ্কারের কাজ করছিলেন। তার সঙ্গে ছিলেন গ্রাম সম্পর্কে চাচা আফজাল হোসেন। কাজ করার সময় টিনের ছাদে লেগে থাকা বৈদ্যুতিক তারে শর্ট সার্কিট হলে তারা দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হন। নিচ থেকে প্রতিবেশী মোশারফ হোসেন তাদের উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের সদস্য ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশাহ আলম বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি । এটি অত্যন্ত দুঃখজনক একটি দুর্ঘটনা।”


নবীনতর পূর্বতন