গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা


অনলাইন ডেস্কঃ  আগামী ২৪মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সভা সফল করতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী। সভায় জেলা, সাত উপজেলা ও পৌর স্বেচ্ছাসেক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।  

জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল সরকার খোকনের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল হক মামুনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুগ্ম আহবায়ক সোয়েব হক্কানী, ইসতিয়াক আহমেদ রনি, বিষ্ণু কুমার দাস, ফরহাদ আলী, নয়ন কবির নয়ন, মশিউর রহমান, শামীম রেজা, হাসান মোঃ ইমরান, শাহ আলম, রানু মন্ডল বাবু, দেবাশীষ কুমার চাকী, গোলাম আজম, মতিয়ার রহমান প্রমুখ।

নবীনতর পূর্বতন