অনলাইন ডেস্ক: আজ ১৬ জুলাই, দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে ‘জুলাই শহীদ দিবস’। দিনটি স্মরণে সারাদেশে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। গত বছর এই দিনে রংপুরে কোটাবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। গণআন্দোলনের এক বছর পূর্তিতে সরকার দিবসটিকে জাতীয়ভাবে স্বীকৃতি দিয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ গত ২ জুলাই এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করে। উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, দিনটি ‘খ’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে তালিকাভুক্ত হয়েছে।
আজ দিনটি উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও একইভাবে শ্রদ্ধা জানানো হয়েছে।
দেশজুড়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। সব মসজিদে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ মোনাজাত, এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তাদের নিজস্ব রীতিতে প্রার্থনা করা হচ্ছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৬ জুলাই বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীরা জড়ো হলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ এবং লাঠিচার্জ শুরু করে। শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হলে, আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ দুই হাত মেলে বুক পেতে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তখন মাত্র ১৫ মিটার দূর থেকে দুই পুলিশ সদস্য শটগান থেকে গুলি চালালে তিনি সেখানে তাৎক্ষণিক শহীদ হন।
আজকের দিনটি শুধু আবু সাঈদকে নয়, সাংবিধানিক অধিকার আদায়ের সংগ্রামে আত্মদানকারী সব তরুণকে স্মরণ করার দিন হিসেবেও পালন করা হচ্ছে।