সাঘাটায় অবৈধ কয়লা তৈরির কারখানা গুড়িয়ে দিল প্রশাসন

সাঘাটায় অবৈধ কয়লা তৈরির কারখানা গুড়িয়ে দিল প্রশাসন


মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা, ফুলছড়ি):গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের কিংকরপুর নামক স্থানে অবৈধ কয়লা তৈরির কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৮ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ্ তমাল-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের জানান, ওই এলাকায় প্রায় ২০টি মাটির তৈরি অস্থায়ী ঘরে অবৈধভাবে কয়লা উৎপাদন করা হচ্ছিল। এসব ঘরে কাঠ, গুল, খড়ি, ডালপালা ইত্যাদি জ্বালানি হিসেবে ব্যবহার করে কয়লা তৈরি করা হচ্ছিল, যা পরিবেশের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর। এতে একদিকে যেমন বন উজাড় হচ্ছে, অন্যদিকে উৎপন্ন কালো ধোঁয়া পরিবেশ দূষণের জন্য হুমকিস্বরূপ।

অভিযানকালে সংশ্লিষ্ট কারখানাগুলোতে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কয়লা তৈরির সাথে জড়িত কয়েকজন ব্যক্তির নাম-পরিচয় পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত থেকে কয়লা তৈরির ঘরগুলো পানি দিয়ে ধ্বংস করে দেয়।

নির্বাহী অফিসার জানান, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। তিনি আরও বলেন, “পরিবেশের ক্ষতি করে এমন কার্যকলাপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


নবীনতর পূর্বতন