জুলাই যোদ্ধাদের জন্য চাকরিতে কোটা থাকছে না

 

জুলাই যোদ্ধাদের জন্য চাকরিতে কোটা থাকছে না

অনলাইন ডেস্কঃ জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। তবে শহীদ পরিবার ও জীবিত যোদ্ধাদের পুনর্বাসনে নানা ধরনের অর্থনৈতিক সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।  

সোমবার (২১ জুলাই) দুপুরে সচিবালয়ে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের জন্য নেওয়া পদক্ষেপ নিয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন উপদেষ্টা ফারুক ই আজম।  তিনি জানান, আগামী ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবার এবং যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। 

এ উপলক্ষে সরকারের পক্ষ থেকে শহীদ পরিবারের প্রতি যথাযথ সম্মান ও সহায়তা নিশ্চিত করতে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।  উপদেষ্টা বলেন, ‘শহীদ পরিবারের প্রত্যেককে সঞ্চয়পত্র আকারে ৩০ লাখ টাকা করে সহায়তা দেওয়া হবে।

 ২০২৪-২৫ অর্থবছরে ৭৭২ শহীদ পরিবারের মধ্যে ইতোমধ্যে ১০ লাখ টাকা করে মোট ৭৭ কোটি ২০ লাখ টাকা বিতরণ করা হয়েছে।’  তিনি আরও জানান, জীবিত জুলাই যোদ্ধাদের তিনটি শ্রেণিতে ভাগ করে এককালীন অর্থসাহায্য দেওয়া হচ্ছে।

  • ‘ক’ শ্রেণির যোদ্ধারা পাচ্ছেন ৫ লাখ টাকা, যার মধ্যে ২ লাখ ইতিমধ্যে প্রদান করা হয়েছে।
  • ‘খ’ শ্রেণির যোদ্ধারা পাবেন ৩ লাখ টাকা, যার মধ্যে ১ লাখ টাকা দেওয়া হয়েছে।
  • ‘গ’ শ্রেণির যোদ্ধাদের এককালীন ১ লাখ টাকা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এ ছাড়া প্রত্যেক শহীদ পরিবারকে প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়া হচ্ছে।  

তবে উপদেষ্টা স্পষ্ট করে বলেন, ‘এই সহায়তা কর্মসূচির মধ্যে কোথাও ফ্ল্যাট দেওয়ার বা সরকারি চাকরিতে কোটা দেওয়ার কোনো পরিকল্পনা নেই। পুনর্বাসনকে কেন্দ্র করেই এই সহায়তা সীমাবদ্ধ থাকবে।’ 

 জুলাই যোদ্ধাদের অবদান স্মরণ করে তিনি বলেন, ‘তাঁদের ত্যাগ ও সাহসিকতা দেশের ইতিহাসে চিরস্মরণীয়। রাষ্ট্র তাঁদের সম্মান দিতে বদ্ধপরিকর।’

 

নবীনতর পূর্বতন