অনলাইন ডেস্কঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার শ্যামপুর গ্রামে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ সাজ্জাদ হোসেন সজলের প্রথম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ্ তমাল। এসময় মুক্তিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব, ইউএনও’র প্রশাসনিক কর্মকর্তা জাকারিয়া হাবীব, মশিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গত বছরের (২০২৪) ৫ আগস্ট ঢাকার সাভারের আশুলিয়ায় কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহত হন সজল। পরে লাশ গুমের উদ্দেশ্যে আগুনে পুড়িয়ে ফেলা হয়। ঘটনার দুই দিন পর পোড়া দেহের পাশে পড়ে থাকা সিটি ইউনিভার্সিটির পরিচয়পত্র দেখে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। পরে প্রশাসন মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে এবং ৭ আগস্ট নিজ গ্রাম শ্যামপুরে তাকে দাফন করা হয়।
সজল ছিলেন আশুলিয়ার সিটি ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (বিএসসি) বিভাগের ১ম বর্ষের ২য় সেমিস্টারের ছাত্র। দেশের জন্য কিছু করার স্বপ্ন নিয়ে পরিবারের একমাত্র সন্তান হিসেবে শিক্ষাজীবনে এগিয়ে যাচ্ছিলেন তিনি। তার এমন মৃত্যুতে পরিবারের সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়।