মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা, ফুলছড়ি): গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় গরু ব্যবসায়ী খোকা মিয়া হত্যাকাণ্ডের মামলার অন্যতম আসামি কুখ্যাত ডাকাত সর্দার ও গজারিয়া ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবু সাইদ (৪৫) সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ফুলছড়ি উপজেলার কাতলামারির নবাবগঞ্জ বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় আবু সাইদের সহযোগী মহিদুল ইসলাম (৪০) কেও আটক করা হয়।
ফুলছড়ি থানা অফিসার্স ইনচার্জ মোঃ দুরুল হোদা জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার নেপথ্যের মূল কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। তদন্তের স্বার্থে প্রয়োজনে আরও আসামি গ্রেফতার করা হবে বলেও তিনি জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আবু সাইদ গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদের ক্ষমতা অপব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যা, ডাকাতি, চুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।
পাশাপাশি নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলাসহ বিভিন্ন অভিযোগে তার নাম আইনশৃঙ্খলা বাহিনীর নথিতে অন্তর্ভুক্ত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আসামিদের রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ড শেষে হত্যাকাণ্ড সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
আবু সাইদের গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, দীর্ঘদিন ধরে তার সন্ত্রাসী কর্মকাণ্ডে সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল। নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধের সঙ্গেও সে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ক্ষমতার অপব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল সে।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর ভোরে ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ঝানঝাইর ডাকুমারী গ্রামে গরু ব্যবসায়ী খোকা মিয়াকে হত্যা করা হয়। নিহত খোকা মিয়া ওই গ্রামের রশিদ সরকারের ছেলে এবং পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন।
