সাঘাটায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাঘাটায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত


মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা, ফুলছড়ি): গাইবান্ধার সাঘাটা উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে সাঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা, ডাকসুর নির্বাচিত এজিএস জননেতা সফিকুল ইসলাম টিপু মন্ডল। উপজেলা যুবদলের আহ্বায়ক আহম্মেদ কবির সাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন প্রধান লাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।  

দোয়া মাহফিলে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘ সুস্থ জীবন এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নবীনতর পূর্বতন