সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে দেখছে বিবিসি ও রয়টার্স

সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে দেখছে বিবিসি ও রয়টার্স


দীর্ঘ প্রায় ১৭ বছর নির্বাসনে থাকার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কেড়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তার এই ফিরে আসাকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হিসেবে উল্লেখ করেছে প্রভাবশালী সংবাদমাধ্যম বিবিসি ও রয়টার্স।  

বিবিসি তাদের এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা নেতা হিসেবে তারেক রহমানের নাম উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, জাতীয় নির্বাচনের আগে তার দেশে ফেরা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় মোড় হিসেবে বিবেচিত হচ্ছে।  

৬০ বছর বয়সী তারেক রহমান বাংলাদেশের প্রভাবশালী রাজনৈতিক পরিবার জিয়ার সদস্য। তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র এবং বর্তমানে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের নেতা। ২০০৮ সাল থেকে তিনি যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছিলেন।  

বিবিসির বিশ্লেষণে আরও বলা হয়, নতুন বছরে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় ফিরতে পারে—এমন প্রত্যাশা দলের ভেতর ও বাইরে রয়েছে। সে ক্ষেত্রে দলটি সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেলে প্রধানমন্ত্রী পদে তারেক রহমানই হতে পারেন সবচেয়ে সম্ভাব্য মুখ।  অন্যদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ নির্বাসনের অবসানের মাধ্যমে তারেক রহমানের দেশে ফেরা বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। 

দলটি তাকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করছে, যা সমর্থকদের আরও সক্রিয় করবে বলে ধারণা করা হচ্ছে।  রয়টার্স জানায়, তারেক রহমানের আগমনকে ঘিরে ঢাকার বিমানবন্দর থেকে সংবর্ধনা স্থল পর্যন্ত সড়কের দুই পাশে বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান নেন। দলীয় পতাকা, ব্যানার ও ফুল হাতে তারা স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানান।  কড়া নিরাপত্তার মধ্যে বিএনপির শীর্ষ নেতারা ঢাকার বিমানবন্দরে তারেক রহমানকে অভ্যর্থনা জানান। 

এই প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নবীনতর পূর্বতন