দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ফুলছড়িতে বিশেষ দোয়া মাহফিল

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ফুলছড়িতে বিশেষ দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায়  উদাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (০১ জানুয়ারি) রাতে ফুলছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদে এশার নামাজের পর এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম ফারাজি। দোয়া মাহফিলের পৃষ্ঠপোষকতায় ছিলেন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, উদাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছর রহমান, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউর রহমানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। উপস্থিতদের মধ্যে আরও ছিলেন লালচাঁন মোল্লা, রুহুল আমিন, ওয়াসিম আলী ফিরোজ, সুইট প্রধান, আনোয়ার হোসেন, মোজাম্মেল হক প্রমুখ।

নবীনতর পূর্বতন