সাঘাটায় সেনা অভিযানে মাদক ও অবৈধ ওষুধসহ বাবা-ছেলে আটক

 

সাঘাটায় সেনা অভিযানে মাদক ও অবৈধ ওষুধসহ বাবা-ছেলে আটক

মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা, ফুলছড়ি): গাইবান্ধার সাঘাটা উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ওষুধসহ বাবা-ছেলেকে আটক করেছে সেনারা। আটককৃতরা হলেন ভরতখালী ইউনিয়নের উল্যাবাজার এলাকার হেলাল মিয়া (৫০) ও তার ছেলে শাওন মিয়া (২৮)।

সাঘাটা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত টানা ১২ ঘণ্টার এ অভিযান চালানো হয়। অভিযানে হেলাল মিয়ার দুটি মেডিসিন স্টোর থেকে প্রায় চার লাখ টাকা মূল্যের অবৈধ ওষুধ জব্দ করা হয়।

জব্দকৃত ওষুধের মধ্যে রয়েছে ৯২ পিস নিষিদ্ধ টারপেন্ডা, ১ হাজার ২০০ পিস ‘নাইম মুলিড বাবা’ নামের নেশাজাতীয় ট্যাবলেট, বিভিন্ন কোম্পানির ভুয়া ওষুধপত্র। এছাড়া একটি অ্যান্ড্রয়েড মোবাইল, দুটি ফিচার ফোন এবং নগদ ৪ হাজার ৫০০ টাকাও উদ্ধার করা হয়।

সাঘাটা সেনা ক্যাম্পের বিএ ১০৭৫৪ ক্যাপ্টেন মোঃ তাহসিন তামিম (৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন) এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান শেষে আটক আসামিদের সাঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় মামলা রুজু করে তাদের আদালতে প্রেরণ করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

নবীনতর পূর্বতন