মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা, ফুলছড়ি): গাইবান্ধার সাঘাটা উপজেলার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন গাইবান্ধা-৫ আসন বিএনপির সাবেক নমিনী ও জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আলম সরকার। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত তিনি উপজেলার মুক্তিনগর, ভরতখালী ও পদুমশহর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এসময় তিনি বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে।
পূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সার্বজনীন আনন্দ-উৎসব। আমরা সবাই মিলে এই উৎসবকে সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করব। তিনি আরও বলেন, কোন প্রকার অপ্রীতিকর অবস্থা মোকাবেলায় বিএনপি প্রস্তুত বলেও আশ্বাস দেন। প্রতিটি মন্দিরে নিরাপত্তা নিশ্চিত করতে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে জানিয়ে তিনি নির্ভয়ে পূজা উদযাপনের অনুরোধ জানান।
এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময়, কুশলাদি বিনিময় ও আর্থিক সহযোগিতা প্রদান করেন। পূজামণ্ডপ পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মঈন প্রধান লাবু, ঘূড়িদহ্ ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন শেখ, ভরতখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শওকত মির্জা রোস্তম, সাধারণ সম্পাদক মজিদুল ইসলাম টিক্কাসহ স্থানীয় নেতৃবৃন্দ।