সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে গাইবান্ধার সাঘাটা উপজেলা বিএনপির আয়োজনে বুধবার (৩ সেপ্টেম্বর) বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সাঘাটা-ফুলছড়ি আসনের সাবেক বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার।
এসময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন প্রধান লাবু, জেলা বিএনপি’র উপদেষ্টা অ্যাডভোকেট নাজেমুল ইসলাম নয়ন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মতলুবর রহমান রেজা, আলাউদ্দিন মন্ডল, মোস্তাক আহম্মেদ মিলন, আবু হেনা মোস্তফা কামাল মিঠু, অধ্যক্ষ আরসাদুল কবির রাঙ্গা, সিরাজুল ইসলাম, আতিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আহম্মেদ কবির শাহিন, হারুন অর রশিদ, নিজাম, আনিছুর রহমান প্রমুখ। আলোচনা সভাটি সঞ্চালনা করেন বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিউল করিম পলাশ।