মোস্তাফিজুর
রহমান, গাইবান্ধা (সাঘাটা, ফুলছড়ি): গাইবান্ধার সাঘাটা উপজেলায় “গাছ লাগান
পরিবেশ বাঁচান ও সদকায়ে জারিয়াহর পথ চালু রাখুন" স্লোগানকে সামনে রেখে
সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ শুরু হয়েছে। বুধবার ( ১০ সেপ্টেম্বর)
সকালে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদরাসা প্রাঙ্গণে এ কর্মসূচির
উদ্বোধন করা হয়।
কর্মসূচির
আয়োজক ইয়ুথ ফাউন্ডেশন সাঘাটা এবং সানাউল্লাহ আমিনা বেগম জনকল্যাণ
ফাউন্ডেশন । অনুষ্ঠানে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, পরিবেশ
রক্ষায় বেশি করে গাছ লাগানো এখন সময়ের দাবি।
উদ্বোধনী
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ুথ ফাউন্ডেশনের পরিচালক খালেদ হাসান, আব্দুল
মমিন, সুমন, হিটলার মির্জা, আজিজ, আলিফ, শুভ, শাওনসহ আরো অনেকে। তারা বলেন,
গাছ লাগানো একটি চলমান সাদকা, যা প্রজন্মের পর প্রজন্ম মানুষকে উপকৃত
করবে।
আয়োজক সংগঠনের পক্ষ
থেকে জানানো হয়, সপ্তাহব্যাপী এই কর্মসূচির আওতায় উপজেলার ২৫টি স্কুল,
কলেজ ও মাদরাসা প্রাঙ্গণে ৬টি করে ফলের গাছ রোপণ করা হবে।