মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা,ফুলছড়ি): গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছাইফুল ইসলাম (৩৫) কে ২৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ দল কামালেরপাড়া ইউনিয়নের বারকোনা এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে ছাইফুল ইসলামকে ইয়াবাসহ আটক করা হয়।
এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায় বাদী হয়ে সাঘাটা থানায় একটি মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তারকৃত ছাইফুল ইসলাম কামালেরপাড়া ইউনিয়নের বারকোনা গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
