মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা, ফুলছড়ি): গাইবান্ধার সাঘাটার কচুয়া হাটে ছাত্র যুব উন্নয়ন সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে কচুয়া হাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় স্থানীয় দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সদস্য ও গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান সোহাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল মঈন প্রধান লাবু, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলাউদ্দিন মন্ডল ও মোস্তাক আহম্মেদ মিলন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র যুব উন্নয়ন সংঘের সভাপতি ও গাইবান্ধা জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তারেক তৌফিকুর ইসলাম রিয়াদ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সাঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিয়ান আহম্মেদ রাজু।
এ সময় বিএনপির উপজেলা, ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন ও ঐক্য গড়ে তুলতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
