মোস্তাফিজুর রহমান: গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও নদী ভাঙনরোধ কাজ বন্ধ করে দেওয়ার হুমকির প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। বুধবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপজেলার ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্লা বরমতাইর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় নদীপাড়ের সর্বসাধারণের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র যমুনা নদীর ভয়াবহ ভাঙনে এলাকার শত শত পরিবার গৃহহীন হয়েছে। অবশেষে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে নদী শাসন ও ভাঙনরোধের কাজ শুরু হলে স্থানীয় কিছু রাজনৈতিক ব্যক্তি ওই কাজ বন্ধ করে দেয়ার চেষ্টা করছে। এতে করে আবারও নদীভাঙনের শঙ্কায় পড়েছে নদীপাড়ের মানুষ।
মানববন্ধনে বক্তারা দ্রুত বাধাগ্রস্ত নদী শাসন কাজ পুনরায় শুরু করার দাবি জানান এবং সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় তারা বলেন, চাঁদাবাজ হাঠাও নদীর কাজ বাচাও “আমরা নদীভাঙনে সর্বস্ব হারিয়েছি। এখন যদি কাজ বন্ধ হয়, তাহলে পুরো গ্রাম নদীতে বিলীন হয়ে যাবে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি—এই কাজ যেন অবিলম্বে পুনরায় শুরু করা হয়।”
