মোস্তাফিজুর রহমান গাইবান্ধা (সাঘাটা, ফুলছড়ি) : গাইবান্ধার সাঘাটা উপজেলায় সম্ভাব্য সংঘর্ষ এড়াতে আজ ৯ নভেম্বর সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ্ তমাল স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, আগামী ০৯/১১/২০২৫ খ্রি. তারিখ রোজ রবিবার জনাব মো: নাহিদুজ্জামান নিশাত এর মোটর সাইকেল শো-ডাউন কে কেন্দ্র করে দুইটি গ্রুপ পরস্পর বিরোধী অবস্থানে করছেন এবং এর ফলে সাঘাটা উপজেলা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
সেহেতু আমি মীর মোঃ আল কামাহ্ তমাল, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সাঘাটা, গাইবান্ধা আমার উপর অর্পিত ক্ষমতাবলে আগামী ০৯/১১/২০২৫ খ্রি. তারিখ সকাল ৬.০০ ঘটিকা হতে রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত সাঘাটা, উপজেলা এবং তার আশেপাশের এলাকায় The Code of Criminal Procedure, 1898 এর ১৪৪ ধারা জারি করলাম। এই সময় উক্ত এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় কোন অস্ত্র বহন ও প্রদর্শন, যে কোন ধরনের মাইকিং বা শব্দ যন্ত্র ব্যবহার, ০৫ (পাঁচ) বা তার অধিক সংখ্যক ব্যক্তির একত্র চলাফেরা, সভা সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে।
এই আদেশ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়। প্রশাসনের জারি করা আদেশ অনুযায়ী, এ সময় কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক কর্মসূচি আয়োজনের অনুমতি দেওয়া হবে না।
