দীর্ঘ বিরতির পর আজ পুনরায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সফলভাবে অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনেই দুইজন রোগীর সিজারিয়ান সেকশন (সিজার অপারেশন) সম্পন্ন হয়। রোগী গোলাপী বেগম (১৮) ও জহুরা বেগম (২৩) — উভয়েরই অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
মা ও নবজাতক দুজনেই বর্তমানে সুস্থ আছেন। এই সফল অপারেশন সম্পাদন করেন সার্জন: ডা. রিশাদ রুম্মান, কনসালট্যান্ট (গাইনী এন্ড অবস) এনেস্থেসিওলজিস্ট: ডা. জীবন কুমার সাহা, কনসালট্যান্ট (এনেস্থেসিওলজি) পুরো প্রক্রিয়াটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন ডা. ইলতুতমিশ আকন্দ পিন্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও), সাঘাটা।
হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে অপারেশনে সংশ্লিষ্ট সকল চিকিৎসক, নার্স ও সহায়ক কর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এই সফল সূচনা সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবায় নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা স্থানীয় জনগণের আস্থা ও সুবিধা আরও বৃদ্ধি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
