সাঘাটায় বিআরডিবি কর্তৃক সেলাই প্রশিক্ষণ শিখে টাকা রোজগার করে রনু মিয়া এখন সাবলম্বী।

সাঘাটায় বিআরডিবি কর্তৃক সেলাই প্রশিক্ষণ শিখে টাকা  রোজগার করে রনু মিয়া এখন সাবলম্বী।

 

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার আব্দুল্লারপাড়া গ্রামের রনু মিয়া গাইবান্ধার সমন্বিত পল্লী দারিদ্র দূরিকরণ প্রকল্পের আওতায় দর্জি সেলাই প্রশিক্ষণ দিয়ে এখন সাবলম্বী। জানা যায়, উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের আব্দুল্লারপাড়া গ্রামের রনু মিয়া ইতিপূর্বে ঢাকায় পোষাক শিল্পের কাজ করে ছেলেমেয়ে নিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল। কিন্তু ২০১৯ সালে মহামারী করোনা কালীন সময়ে পোষাক শিল্প বন্ধ থাকায় দিশেহারা হয়ে পড়ে। 

সম্প্রতি সাঘাটা উপজেলার বিআরডিবির মাধ্যমে সেলাই প্রশিক্ষণ শিখে রোজগার করা শুরু করে। তার মেধা ও কর্ম দক্ষতায় আব্দুল্লারপাড়া মহিলা পল্লী উন্নয়ন গঠন করেন। উক্ত দলের সদস্যদের বিআরডিবির মাধ্যমে ১৫০ জনকে সেলাই প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষিত নারী সদস্যদের নিয়ে একটি দর্জি পল্লী উন্নয়ন গ্রাম গঠন করেন। রনু মিয়া প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি ঢাকা, বগুড়া, রংপুর সহ বিভিন্ন স্থানে পণ্যের অর্ডার এনে সে মোতাবেক পণ্য সরবরাহ করে সে এখন প্রতিমাসে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত উপার্জন করে। 

এ বিষয়ে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সামিউল ইসলাম জানান বর্তমান সরকারের সমন্বিত পল্লী দারিদ্র দূরিকরণ প্রকল্পের আওতায় নারী উন্নয়ন কর্মসংস্থান ও দারিদ্র বিমোচনে রনু মিয়ার মতো দেশের বিভিন্ন জায়গায় এ প্রশিক্ষণ প্রদান করে অনেকেই সাবলম্বী হয়েছে। এ ব্যাপারে জেলা প্রকল্প পরিচালক আব্দুস সবুর জানান, সাঘাটা উপজেলার সেলাই কাজে নিয়োজিত পল্লী উদ্দোক্তাদের কাজ আমি সরজমিনে পরিদর্শন করেছি। আগামীতে এ উপজেলায় নারী উন্নয়ন কর্মসংস্থান ও দারিদ্র বিমোচনে আরো দর্জি পল্লী উন্নয়ন গঠনে সার্বিক সহযোগীতা পাবে।

নবীনতর পূর্বতন