সাঘাটায় বন্যা আশ্রয় কেন্দ্র পরিদর্শন ও বন্যা দূর্গত পরিবারের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ

সাঘাটায় বন্যা আশ্রয় কেন্দ্র পরিদর্শন ও বন্যা দূর্গত পরিবারের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন  .......বিভাগীয় কমিশনার, রংপুর মো: জাকির হোসেন।

 

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসন ও সুফল প্রকল্পের আওতায় বন্যা পূর্বাভাসের প্রেক্ষিতে ০৬ জুলাই উপজেলার ভরতখালী বন্দর বালিকা উচ্চ বিদ্যালয় ও মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রে বন্যা দূর্গত পরিবারের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ উদ্বোধন ও বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার রংপুর, মো: জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক নাহিদ রসুল। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সামশীল আরেফিন, উপজেলা নির্বাহী অফিসার মো: ইসাহাক আলী প্রমুখ। এছাড়াও হলদিয়া ইউনিয়নের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় পরিদর্শন ও শুকনা খাবার বিতরণ করা হয়। 

এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মনোরঞ্জন বর্মন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, সাঘাটা থানা অফিসার ইনচার্জ মমতাজুল হক ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট, হলদিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, মুক্তিনগর ইউপি চেয়ারম্যান আহসান হাবীব লায়ন সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নবীনতর পূর্বতন