অনলাইন ডেস্ক: রংপুর নগরীর ব্যস্ততম সিও বাজার এলাকায় এলপিজি গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন একজন, আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার (১৯ জুলাই) দুপুরে মেসার্স সিও বাজার এলপিজি অটো গ্যাস অ্যান্ড কনভার্সন সেন্টারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের ব্যস্ত সময়ে হঠাৎ করেই এক তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। মুহূর্তেই চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সময় স্টেশনের আশপাশে দুটি যাত্রীবাহী বাস, একাধিক প্রাইভেট গাড়ি এবং অন্তত ১০টি অ্যাম্বুলেন্স উপস্থিত ছিল।
এ ঘটনায় ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন, যিনি স্টেশনের কর্মচারী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের দোকানপাট, যানবাহন ও বাড়িঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অনেক বাড়ির জানালার কাঁচ ভেঙে পড়ে, অনেকে আতঙ্কে ঘর ছেড়ে বাইরে ছুটে আসেন।
ফায়ার সার্ভিসের রংপুর স্টেশনের এক কর্মকর্তা জানান, “ঘটনার খবর পেয়ে আমরা ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে পৌঁছে দেখি ধ্বংসস্তূপের নিচে হতাহতদের উদ্ধারে কাজ শুরু করতে হয়।” তিনি আরও জানান, বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইনে ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় প্রশাসন এলাকা ঘিরে রেখেছে এবং নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে সেখানে না যাওয়ার অনুরোধ জানিয়েছে।
এ ঘটনায় পুরো রংপুর শহরজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা গ্যাস ও দাহ্য পদার্থ ব্যবহারে কঠোর নিয়ম-কানুন এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যেন ভবিষ্যতে এমন প্রাণঘাতী দুর্ঘটনা আর না ঘটে।