সাঘাটায় এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

সাঘাটায় এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা, ফুলছড়ি):জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার সাঘাটায় কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় সাঘাটা প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিভি অনলাইনের গাইবান্ধা (সাঘাটা-ফুলছড়ি) প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশাহ আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাইটিভির জেলা প্রতিনিধি অফতাব হোসেন, সাঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম, দৈনিক ঘাঘট পত্রিকার সাংবাদিক মশিউর রহমান ও জাকির হোসেন, সাঘাটা নিউজ ডটকমের স্টাফ রিপোর্টার রায়হানুল ইসলাম কাজল এবং ফটো সাংবাদিক ফাহিম মোস্তাসির লিওন।

আলোচনায় বক্তারা বলেন, এনটিভি দেশের গণমাধ্যম অঙ্গনে একটি বিশ্বাসযোগ্য ও পেশাদার প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

তারা আরও বলেন, “সংবাদ, তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠানে এনটিভি সবসময় নতুনত্ব ও দায়িত্বশীলতা দেখিয়েছে। পেশাগত সততা, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রেখেই এনটিভি মানুষের আস্থা অর্জন করেছে। বর্তমান প্রতিযোগিতার যুগে গণমাধ্যমের নৈতিকতা বজায় রেখে এনটিভি যেভাবে কাজ করছে তা প্রশংসনীয়। ভবিষ্যতেও চ্যানেলটি জনসচেতনতা ও উন্নয়নমূলক অনুষ্ঠান প্রচারে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।”

আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠান শেষ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

নবীনতর পূর্বতন