ফুলছড়িতে চরে কৃষিপণ্য ও ন্যায্যমূল্য নিশ্চিত করণের দাবিতে প্রতিবাদ।

ফুলছড়িতে জিকা কমিটির উদ্যোগে চরে কৃষিপণ্য বাজারজাতকরণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করণের দাবিতে প্রতিবাদ।


মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা-ফুলছড়ি): গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে কৃষিপণ্য বাজারজাতকরণ ও ন্যায্যমূল্য নিশ্চিতকরণের দাবিতে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) উপজেলা জেন্ডার সমতা ও জলবায়ু জোট (জিকা) এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায়  এসকেএস ফাউন্ডেশনের কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচিতে নারী-পুরুষসহ স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, চরাঞ্চলে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকে কৃষকরা বঞ্চিত হচ্ছেন। উৎপাদন ব্যয় বেশি হলেও বাজার ব্যবস্থাপনা না থাকায় কৃষকদের পণ্য কম দামে বিক্রি করতে হচ্ছে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে পরিবহন খরচ বেড়ে গিয়ে কৃষকের লাভ আরও কমে যাচ্ছে।

এ বিষয়ে ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিন্টু মিয়া বলেন, “ফুলছড়ি উপজেলার অধিকাংশ এলাকা নদী ও চরবেষ্টিত হওয়ায় প্রতিবছর বন্যা ও নদীভাঙনের কারণে যোগাযোগ ব্যবস্থা অপ্রতুল হয়ে পড়ে। কৃষকরা স্থানীয় বাজারে কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য হন। এ সমস্যা সমাধানে আমরা কৃষক দল গঠন করে কালেকশন পয়েন্ট তৈরি করার পরিকল্পনা নিয়েছি। এতে বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য কিনতে পারবে, ফলে কৃষক ন্যায্যমূল্য পাবেন। ইতোমধ্যে তিনটি ইউনিয়নে এ কার্যক্রম বিস্তারের চেষ্টা চলছে।”

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জগৎ বন্ধু মণ্ডল বলেন, “চরে উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনসহ সব দপ্তর একযোগে কাজ করছে। শিগগিরই কৃষকরা এর সুফল পাবেন।”

প্রতিবাদ কর্মসূচিতে জিকা কমিটির সভাপতি এস এম ইব্রাহীম আলী, সহ সভাপতি বিথী বেগম, সদস্য আমিনুল ইসলাম, বিলকিস বেগম, আব্দুর রাজ্জাক, আবুল হাসেমসহ বক্তারা অবিলম্বে চরাঞ্চলে কৃষিপণ্যের সঠিক বাজারজাতকরণ, সংরক্ষণ ব্যবস্থা ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নের দাবি জানান।


নবীনতর পূর্বতন