অনলাইন ডেস্কঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় প্রায় ছয় বছর আগে শুরু হওয়া উপজেলা মডেল মসজিদের নির্মাণকাজ এখনো শেষ হয়নি। তিন দফা সময় বাড়ানোর পরও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ সম্পন্ন করতে পারেনি। বর্তমানে ছয় মাসেরও বেশি সময় ধরে কাজ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
গাইবান্ধা জেলা গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৮ জুলাই সাঘাটা উপজেলার সদর ইউনিয়নের বোনারপাড়া এলাকায় সরকারি কাজী আজহার আলী মডেল উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড়ে তিনতলা বিশিষ্ট উপজেলা মডেল মসজিদের নির্মাণকাজ শুরু হয়। ১২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মাণকাজের দায়িত্ব পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মেরিনা কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন ও মেসার্স রাজু এন্টারপ্রাইজ।
চুক্তি অনুযায়ী ১৮ মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। প্রথমে সময় বাড়ানো হয় ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত, পরে আবারও সময় বাড়িয়ে ২০২৫ সালের ডিসেম্বর নির্ধারণ করা হয়। তবে এর মধ্যেই গত ছয় মাস ধরে কাজ পুরোপুরি বন্ধ রয়েছে।
স্থানীয় মুসল্লিরা জানান, দেশের অন্য উপজেলাগুলোর মডেল মসজিদে ইতোমধ্যে নামাজ আদায় শুরু হলেও সাঘাটার মসজিদটি এখনো অসম্পূর্ণ পড়ে আছে। তারা অভিযোগ করেন, ‘অজ্ঞাত কারণে কাজ বন্ধ রেখে আমাদের এলাকার উন্নয়ন থমকে দেওয়া হয়েছে।’
ইসলামিক ফাউন্ডেশনের সাঘাটা উপজেলা ফিল্ড সুপারভাইজার আবুল বাশার মো. শফিকুর রহমান বলেন, “ঠিকাদারকে বারবার অনুরোধ জানানো হলেও কাজ শুরু করছে না। বারবার তাগাদা দেওয়ার পরও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।”
গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী শামিউল ইসলাম জানান, “আমরা ঠিকাদার প্রতিষ্ঠানকে অফিসিয়ালি একাধিকবার চিঠি দিয়ে কাজ ত্বরান্বিত করার অনুরোধ করেছি। কিন্তু তারা এখনো সাড়া দেয়নি।”
সহকারী নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার বলেন, “দু’একজন শ্রমিক দিয়ে মাঝে মাঝে কাজ চালানোর চেষ্টা করা হয়, তবে গতি নেই। এ বিষয়ে শিগগিরই অফিসিয়ালি সিদ্ধান্ত নেওয়া হবে।”