সাঘাটার দিঘলকান্দি চরে বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু

 

সাঘাটার দিঘলকান্দি চরে বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু

মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা, ফুলছড়ি):

গাইবান্ধার সাঘাটা উপজেলার উত্তর দিঘলকান্দি চরে বজ্রপাতে আব্দুল আজিজ (৪৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৫ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টায় আব্দুল আজিজ জমিতে ধান রোপণ এর কাজ করছিলেন। এসময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। হঠাৎ এক পর্যায়ে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হঠাৎ এই মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতের পরিবারে চলছে আহাজারি ও শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

নিহত আব্দুল আজিজ উত্তর দিঘলকান্দি চর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পেশায় কৃষক এবং পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

নবীনতর পূর্বতন