মোস্তাফিজুর রহমান, (খানসামা থেকে ফিরে): দিনাজপুরের খানসামায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘খানসামা মডেল প্রেসক্লাব’। এ উপলক্ষে শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) বিকেল ৩টায় খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শুভ উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব এম.এইচ. ফয়সল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর ব্যুরো প্রধান, দৈনিক আমার দেশ ও এশিয়ান টিভির বাদশাহ্ ওসমানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বাছেত সরদার, গাইবান্ধার (সাঘাটা-ফুলছড়ি) এনটিভি অনলাইন প্রতিনিধি মোস্তাফিজুর রহমান (ফিলিপস)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সদস্য আজিজার রহমান।
বক্তারা বলেন, “যেখানে কলম অবিচল—সেখানেই আমরা” এই অঙ্গীকারকে সামনে রেখে মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার পক্ষে অবিচলভাবে কাজ করে যাবেন। সুস্থ সাংবাদিকতা চর্চা, সমাজের কল্যাণ এবং বঞ্চিত মানুষের কথা তুলে ধরা হবে প্রেসক্লাবের মূল লক্ষ্য বলে তারা মন্তব্য করেন।
অনুষ্ঠানে নবগঠিত প্রেসক্লাবের সদস্যদের অভিনন্দন জানানো হয় এবং স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে খানসামাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সকল সদস্যবৃন্দ।
এর আগে সকালে প্রেসক্লাব চত্বরে বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ জসিম উদ্দিন নির্বাচিত হন।
