মোস্তাফিজুর রহমান,গাইবান্ধা (সাঘাটা,ফুলছড়ি): "সকল নারী ও কন্যার প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্য গড়ি" এই প্রতিপাদ্য ধারণ করে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর চরে বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে রচনা প্রতিযোগীতা,র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বার ( ১০ ডিসেম্বর ) সকালে উপজেলার ফজলুপুর ইউনিয়নের জিয়া ডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় ও এসকেএস ফাউন্ডেশনের কমিনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন (সিআরইএ) প্রকল্পের আয়োজনে রচনা প্রতিযোগীতা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্প সমন্বয়কারী লাভলী খাতুন’র পরিচালনায় ও জিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শ্রেষ্ঠ অদম্য নারী জাহানারা বেগম, মমনা বেগম, প্রকল্পের সমন্বয়কারী সুলতানা বাহার, সহকারী শিক্ষিকা রিনা আক্তার প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সাংবাদিক, ছাত্র-ছাত্রী, সিআরইএ প্রকল্পের বিভিন্ন দলের সদস্য সহ প্রকল্পের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা মানবাধিকার সংজ্ঞায়িত করে বলেন, মানবাধিকার হলো মানুষের জন্মগত, সার্বজনীন ও অবিচ্ছেদ্য অধিকার যেমন - জীবন, স্বাধীনতা, সমতা, শিক্ষা, স্বাস্থ্য নিশ্চিত করে, এবং যা জাতি, ধর্ম, বর্ণ বা লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য প্রযোজ্য। এই অধিকারগুলো ব্যক্তিকে সমাজে ও রাষ্ট্রের সাথে সম্মানজনকভাবে চলতে সাহায্য করে এবং রাষ্ট্রকে নির্দিষ্ট কিছু কাজ করতে বাধ্য ও কিছু কাজ থেকে বিরত রাখে, যেমন - নির্যাতন না করা, সবার জন্য শিক্ষার ব্যবস্থা করা ইত্যাদি।
