সাঘাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সাঘাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল কবির।

সভায় বক্তব্য রাখেন সাঘাটা থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফুল আলম, বোনারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাইয়ুম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল মাজেদ মাজু, ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিম, মুক্তিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব লায়ন, ভরতখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিল ও সাঘাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রোজিনা আক্তারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

নবীনতর পূর্বতন