মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা, ফুলছড়ি): গাইবান্ধার সাঘাটায় টিসিবির পণ্য সংগ্রহ করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সাবিনা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী এক এনজিও কর্মী ও একটি অটোভ্যানের চালক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে সাঘাটা বাজার–চিনিরপটল সড়কের ওয়াপদা বাঁধের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির একটি মোটরসাইকেল ও একটি অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই গুরুতর আহত হন সাবিনা বেগম।
স্থানীয় সূত্র জানায়, ঘন কুয়াশা ও চলমান শৈত্যপ্রবাহের কারণে সড়কের বাঁকটি স্পষ্টভাবে দৃশ্যমান না হওয়ায় চালকরা পরিস্থিতি বুঝতে না পেরে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাবিনা বেগমকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী এনজিও কর্মী মাহমুদুল ইসলামের অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়। আহত অটোভ্যান চালকও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিলো। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়া চলছে। তবে নিহতের পরিবার থেকে এখনো কোন সাড়া পাওয়া যায়নি।"
নিহত সাবিনা বেগম উপজেলার চিনিরপটল গ্রামের শাহ আলমের স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, তিনি টিসিবির পণ্য সংগ্রহের জন্য ঘুড়িদহ ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। অপরদিকে আহত মোটরসাইকেল আরোহী মাহমুদুল ইসলাম কিস্তি আদায়ের কাজে চিনিরপটল এলাকায় যাচ্ছিলেন বলে জানা গেছে।
