গাইবান্ধায় রডে রং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রং মিস্ত্রির মৃত্যু

গাইবান্ধায় রডে রং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রং মিস্ত্রির মৃত্যু


গাইবান্ধা জেলা শহরে নির্মাণাধীন একটি ভবনে রডে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্টে রাকিব মিয়া (২৩) নামে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরের দিকে শহরের কলেজপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।  নিহত রাকিব মিয়া গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী এলাকার বাসিন্দা।  স্থানীয় সূত্রে জানা যায়, কলেজপাড়া এলাকার একটি নির্মাণাধীন বাসার পিলারের রডে রং করছিলেন রাকিব মিয়া। 

এ সময় অসাবধানতাবশত বাসার ঝুলন্ত বৈদ্যুতিক তারের সঙ্গে রডের সংস্পর্শ হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।  এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত ক

নবীনতর পূর্বতন