গাইবান্ধা জেলা শহরে নির্মাণাধীন একটি ভবনে রডে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্টে রাকিব মিয়া (২৩) নামে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে শহরের কলেজপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাকিব মিয়া গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, কলেজপাড়া এলাকার একটি নির্মাণাধীন বাসার পিলারের রডে রং করছিলেন রাকিব মিয়া।
এ সময় অসাবধানতাবশত বাসার ঝুলন্ত বৈদ্যুতিক তারের সঙ্গে রডের সংস্পর্শ হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়। এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত ক
