সাঘাটা ও ফুলছড়িতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

সাঘাটা ও ফুলছড়িতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ


মোস্তাফিজুর রহমান, গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সাঘাটা উপজেলা এসকেএস রিসোর্স সেন্টারে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুসলিম এইড প্রকল্পের কো-অর্ডিনেটর প্রসেনজিৎ রয়, এসকেএস প্রকল্প কো-অর্ডিনেটর জালাল উদ্দিন, এসকেএস রিসোর্স সেন্টারের ম্যানেজার মিজানুর রহমান আকন্দ, বিএসএস এর জেলা প্রতিনিধি সাংবাদিক শহীদুজ্জামান এবং এসকেএস এসিটি প্রকল্প অফিসার রেজওয়ানুল ইসলাম রুশোসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জানা যায়, সাঘাটা উপজেলার সাঘাটা ও হলদিয়া ইউনিয়নের মোট ৪৩৩ জন এবং ফুলছড়ি উপজেলার ফুলছড়িগজারিয়া, ফজলুপুর ও এরেন্ডাবাড়ি ইউনিয়নের ৪৬২ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রতিটি শীতবস্ত্র প্যাকেজে ছিল একটি ব্যাগসহ একটি কম্বল, চারটি সোয়েটার, একটি মানকি টুপি, পেট্রোলিয়াম জেলি এবং চার জোড়া মোজা।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি বাস্তবায়ন করে এসকেএস ফাউন্ডেশন। এতে অর্থায়ন করে মুসলিম এইড ইউকে/ইউএসএ এবং বাস্তবায়নে সহযোগিতা করে মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস।

আয়োজকরা জানান, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নবীনতর পূর্বতন