সাঘাটায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাঘাটায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতসাঘাটায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা, ফুলছড়ি): গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল কবিরের সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সকালে ইউএনও কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আশরাফুল কবির বলেন, প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সাঘাটার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং উন্নয়নমূলক কাজে সমন্বিত সহযোগিতার আহ্বান জানান।
 
সভায় বক্তব্য রাখেন— এনটিভি (সাঘাটা-ফুলছড়ি) অনলাইন প্রতিনিধি ও সাঘাটা নিউজ ডটকম-এর সম্পাদক মোস্তাফিজুর রহমান ফিলিপস, ভোরের দর্পণ পত্রিকার মাজেদ মাজু, দৈনিক সংবাদ পত্রিকার আনিসুর রহমান টিপু, সাংবাদিক আবু সাইদ, দৈনিক জনসংকেত পত্রিকার জাকিরুল ইসলাম জাকির, দৈনিক ঘাঘট পত্রিকার মশিউর রহমান, ফাল্গুনি টিভির জিল্লুর রহমান, দৈনিক মুক্ত সকালের আসাদুজ্জামান খন্দকার, এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি নুর হোসেন রেইন, দৈনিক সমাচার দর্পণের আনছারুজ্জামান রেজওয়ান, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আনোয়ার হোসেন রানা, করতোয়া প্রতিনিধি জয়নুল আবেদীন, সিএনএন বাংলার জাকির হোসেন লিটন সাঘাটা নিউজ ডটকম-এর স্টাফ রিপোর্টার ফাহিম মুনতাসির লিয়ন, কলম যোদ্ধা পত্রিকার মেহেদী হাসান, খায়রুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
 
মতবিনিময় সভায় সাঘাটার উন্নয়ন, স্থানীয় সমস্যা, তথ্য আদান-প্রদান ও পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার গুরুত্ব তুলে ধরা হয়।
 
 
 
 
নবীনতর পূর্বতন