নতুন বছরে মাহতিম সাকিব–ইমুর গান ‘একটাই পরিচয়’

 

নতুন বছরে মাহতিম সাকিব–ইমুর গান ‘একটাই পরিচয়’

নতুন বছরের প্রথম দিনেই নতুন গান প্রকাশ করছেন কণ্ঠশিল্পী মাহতিম সাকিব। গানের শিরোনাম ‘একটাই পরিচয়’। এতে মাহতিমের সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন ইমু। গানটির কথা লিখেছেন এন আই বুলবুল। মো: তামিম ইসলামের সুরে সংগীতায়োজন করেছেন এমএমপি রনি।  

গানটির ভিডিও নির্মাণ করেছেন খালেদ সাইফুল্লাহ। সন্ধ্যা সাতটায় শিল্পী ইমুর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।  নতুন গানটি নিয়ে মাহতিম সাকিব বলেন, ‘ইমুর সঙ্গে এটি আমার একটি দ্বৈত গান। রোমান্টিক কথার এই গানটি নতুন বছরের শুরুতে শ্রোতাদের জন্য উপহার হিসেবে থাকুক—এটাই চাওয়া।’  

ইমু বলেন, ‘নতুন বছরে এটি আমার প্রথম মৌলিক গান। নিজের গান দিয়ে বছর শুরু করতে পারাটা বিশেষ অনুভূতির। সামনে আরও কয়েকটি মৌলিক গান প্রকাশের পরিকল্পনা রয়েছে। মৌলিক গানেই নিজেকে পরিচিত করতে চাই।’

নবীনতর পূর্বতন