মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা, ফুলছড়ি): ২০২৫-২৬ অর্থবছরে রবি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধার সাঘাটায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় প্রাঙ্গণে এই প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়নের ২৫০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার এবং অতিরিক্ত ১০০ জন কৃষককে বীজ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৪০ জন কে কৃষক লাউ, ৭০ জন কে বেগুন, ৮০ জন কে মিষ্টি কুমড়া ও ৬০ জন কে শসার বীজ পান। এছাড়াও প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, সমবায় কর্মকর্তা আব্দুল কাফি, মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার, সহকারী প্রোগ্রামার কামরুজ্জামান এবং উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ওয়ালিউর রহমান।
কর্মসূচিতে বক্তারা বলেন, সরকারের এই প্রণোদনা কৃষকদের রবি ফসল চাষে উৎসাহিত করবে এবং উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
