মোস্তাফিজুর রহমান: গাইবান্ধার প্রাণিসম্পদ ও স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে সেবাদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি এর উদ্যোগে ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গণশুনানি অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় ও এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচিতে প্রকল্পের অংশগ্রহণকরীগন অংশগ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন,ফুলছড়ি উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের এস এ এল ও (সাম্প্রসারণ) মোঃ মোস্তাকিম, ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মিলন কুমার বর্মন, ফুলছড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম, ফুলছড়ি ইউনিয়নের ফুলছড়ি গ্রামের পদ্মা নারী দলের সদস্য মাহাফুজা বেগম, ফজলুপর ইউনিয়নের টাওয়ার বাজার গ্রামের জবা নারী দলের সদস্য ইয়াসমিন বেগম প্রমুখ।